ঢাকা: সেভরন শিক্ষা কর্মসূচির আওতায় নবীগঞ্জ উপজেলায় স্কুল-মাদ্রাসার গণিত শিক্ষকদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপজেলার মোস্তফাপুর মাদ্রাসায় বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) এ কর্মসূচির আয়োজন করে।
প্রশিক্ষণে বিবিয়ানা গ্যাসক্ষেত্র সংলগ্ন ১৬টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ৩২জন গণিত শিক্ষক অংশ নেন।
এর আগে বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেভরন বাংলাদেশ-এর সিনিয়র কো-অর্ডিনেটর আব্দুল লতিফ ও বিশেষ অতিথি হিসেবে কামরুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।
বিডিএসসি’র টিম লিডার জহুরুল ইসলামের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল খালিক, অধ্যক্ষ মাওলানা আব্দুন নূর, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সদস্য ফখরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এটি