রংপুর: নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুর শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ।
শনিবার (০৮ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রংপুর প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।
মানববন্ধন পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ-শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি মাসুম হাসান। বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ মিঞা, সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক রওশানুল কাওসার সংগ্রাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী, আবুল মুজন আজাদ, আতিয়ার রহমান খন্দকার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, যুগ্ম সম্পাদক আয়শা সিদ্দিকা, সদস্য আজাদ বাবুল প্রমুখ।
বক্তারা বলেন, দেশের প্রায় ৯৭ ভাগ শিক্ষার্থীকে পাঠদান করে থাকেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কিন্ত তারা আজ বেতন বৈষম্যের শিকার, অবহেলিত। দেশের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে লোপাট করা হচ্ছে। অথচ শিক্ষকদের বেতন দেওয়ার ক্ষেত্রে অনিহা দেখাচ্ছে সরকার।
আগামী ১লা জুলাই থেকে নতুন পে-স্কেলের দাবি জানিয়ে বক্তারা বলেন, শিক্ষকরা এখনো ১৯৯১ সালের ইনক্রিমেন্ট ৩শ’ টাকা, চিকিৎসা ভাতা ৫শ’ টাকা, বাড়ি ভাড়া ৫শ’ টাকা পান। তাদের কোনো বার্ষিক ইনক্রিমেন্ট নেই।
শিক্ষকদের নতুন পে-স্কেল না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বক্তারা। মানববন্ধনে রংপুর জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময: ১৪০০ ঘণ্টা,আগস্ট ০৮, ২০১৫
এসবি/জেডএস