ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জয়পুরহাট ক্যাডেট কলেজের ৫৪ জনের সবাই জিপিএ-৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
জয়পুরহাট ক্যাডেট কলেজের ৫৪ জনের সবাই জিপিএ-৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: এবারের এইচএসসি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৫৪ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন।

এদিকে, জয়পুরহাট সরকারি ডিগ্রি কলেজ থেকে ১ হাজার ১৬৪ জন পরীক্ষায় অংশ নেয়।

এদের মধ্যে ৯৯২ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১১৯ জন।

এছাড়া জয়পুরহাট সরকারি মহিলা ডিগ্রি কলেজ থেকে ৪৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২৯ জন পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মানবিকে ২০ জন ও বিজ্ঞান বিভাগে দুইজন।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ এসএম অহিদুজ্জামান বাংলানিউজকে জানান, কলেজ পরিচালনা পরিষদের নির্দেশনা ও শিক্ষকদের সঠিক তত্ত্বাবধানের কারণেই এ ঈর্ষণীয় সাফল্য এসেছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ