ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ডিন অ্যাওয়ার্ড পেলেন ১ শিক্ষক, ৪ শিক্ষার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
ঢাবির ডিন অ্যাওয়ার্ড পেলেন ১ শিক্ষক, ৪ শিক্ষার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): গবেষণায় ও স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অ্যাওয়ার্ড পেয়েছেন এক শিক্ষক ও চার শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।



অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষক-শিক্ষার্থীরা হলেন- অধ্যাপক ড. আবুল হাসনাত এবং স্নাতকে (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ নুসরাত আহমেদ, ফাবলিহা আহমেদ চৌধুরী, তাসনুভা তাসনিম ও সাবরিনা চৌধুরী রাকা।

পুরস্কার হিসেবে তাদের একটি ক্রেস্ট, স্বর্ণপদক ও সনদপত্র দেওয়া হয়।  

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধে জাগ্রত হতে মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য ড. আরেফিন সিদ্দিক।   ‍

তিনি বলেন, উন্নত দেশ গড়তে শুধুমাত্র একাডেমিক ফলাফলই যথেষ্ট নয়। এর পাশাপাশি সমাজের সব ক্ষেত্রে অবদান রাখতে হবে।

ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

এদিকে অনুষদের আরও দুই শিক্ষার্থী ‘কথাশিল্পী সরদার জয়েনউদ্দিন স্বর্ণপদক’ এবং সাতজন ‘বদরুন্নেসা গফুর স্মৃতি বৃত্তি’ লাভ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এসএ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ