ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কর্মলব্ধ শিক্ষার প্রতি গুরুত্ব দিলেন শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
কর্মলব্ধ শিক্ষার প্রতি গুরুত্ব দিলেন শিক্ষামন্ত্রী ছবি: সোহাগ/বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: কর্মলব্ধ শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চ শিক্ষার সাফল্য সেখানেই যেখানে সব শিক্ষার্থী দক্ষ ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হবে।

বুধবার (১২ আগস্ট) কারিগরি শিক্ষা অধিদফতর মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।



শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, উচ্চ শিক্ষায় হওয়াই জীবনের সাফল্য নয়, কোনো কর্মের লক্ষ্যে শিক্ষা গ্রহণ করাই সাফল্য।

‘বিদেশে যারা রেস্তোরাঁয় কাজ করেন, তাদের থেকে টেকনিশিয়ানরা অনেক বেশি রোজগার করে থাকেন। এর মূল কারণ তিনি কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়েছেন। ’

তিনি বলেন, আগের তুলনায় পলিটেকনিকের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে। বাড়ছে মেয়েদের সংখ্যাও। আর বিষয়টি বিবেচনায় নিয়ে মেয়েদের কোটা ১০ থেকে ২০ শতাংশে উন্নীত করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান।

অন্যদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এ এস মাহমুদ, স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের পরিচালক মো. ইমরান প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এফবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ