ঢাকা: যুগের পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হয়ে আসছে অর্থনীতি ও ব্যবসার কাঠামো। আজকের ব্যবসা শুধু আর্থিক লাভের জন্য নয়, রয়েছে সার্বিক সামাজিক প্রবৃদ্ধির লক্ষ্যও।
এমন চিন্তা থেকেই ইস্টার্ন ইউনিভার্সিটি’র (ইইউ) ব্যবসায় প্রশাসন অনুষদ চালু করেছে ‘সামাজিক ব্যবসা’ বিষয়ের উপর সার্টিফিকেট কোর্স।
এই কোর্সের মূল উদ্দেশ্য হলো- নতুন এই ব্যবসার ধরনের সঙ্গে তরুণদের পরিচিত করা এবং কিভাবে একটি সম্পূর্ণ ব্যবসার পরিকল্পনা করা যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করা।
স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে চাকরিজীবী ও যেকোনো পেশার সবার জন্য কোর্সটি উন্মুক্ত। কোর্সটি মূলত আট সপ্তাহে ১২টি ক্লাসে বিভক্ত। ক্লাস হবে সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার)।
সফলভাবে কোর্স শেষে ইইউ’র পক্ষ থেকে সনদ প্রদান করা হবে। কোর্সের ২য় ব্যাচে ভর্তি শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৪ অক্টোবর।
এ বিষয়ে বিস্তারিত বিশ্ববিদ্যালয়সহ ওয়েবসাইটে পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২৯১৫
পিআর/জেডএস