ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউএপিতে কম্পিউটারে ভাষা শিক্ষা বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
ইউএপিতে কম্পিউটারে ভাষা শিক্ষা বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) কম্পিউটারের সাহায্যে ভাষা শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং (ইএলটি) বিশেষজ্ঞ অধ্যাপক ক্লারি ব্রাডিন সিসকিন।

সিসকিন বলেন, কম্পিউটারে ভাষা শিক্ষার অনেক পদ্ধতি আছে। কিন্তু যথাযথ পদ্ধতির ব্যবহার না জানার কারণে তা কাজে লাগানো সম্ভব হয় না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য তাছনীম সিরাজ মাহবুব, রেজিস্ট্রার সারওয়ার রাজ্জাক চৌধুরী, ইংলিশ বিভাগের প্রধান শওকত হোসাইনসহ অন্যান্য শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।