ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাঁচ দফা দাবি

ফরিদপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
ফরিদপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।



বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন প্রাথমিক শিক্ষকরা। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক সরদার সরাফত আলীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

  
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১ গ্রেডে নির্ধারণ, প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ গ্রেডে নির্ধারণ, শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ সৃষ্টি, বিদ্যালয়ের কর্মঘণ্টা কমিয়ে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত নির্ধারণ এবং ঘোষিত বেতন স্কেলে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা।
  
কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা কমিটির সভাপতি সুশান্ত কুমার সরকার, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক উত্তরা রাণী সাহা, রওনক জাহান, দেবাশীষ ব্যানার্জি, জাকির হোসেন, হাসান আহমেদ, রবিউল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।