বগুড়া: মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদ জানাতে দ্বিতীয় দিনের মতো বগুড়ায় মানববন্ধন করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করেন, সঙ্গে পরীক্ষা বাতিল করে পুনরায় তা গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী শহরের সাতমাথা এলাকায় মেডিকেল কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বিপুল সংখ্যক ভুক্তভোগী ছাত্রছাত্রী অংশ নেন।
এ সময় ফারহান রহমান, সোনালী আক্তার, শাহাদত হোসেন, রোকসানা আক্তার, ফাহমিদা ফায়েজ, তানভীর, হোসেন সাকিব, হানজালা সর্দার, ফেমি সুলতানা আখি, শর্মিলা ব্যনার্জী দোলা, তাছলিমা নাহার, আইরিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় দুর্নীতিবাজ অসাধু ও অসৎচক্র দেশকে মেধাশূন্য করতে অর্থের বিনিময়ে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। যা ইতোমধ্যেই দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
মেধাবীদের ভর্তির সুযোগ করে দিতে বিতর্কিত এ ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমবিএইচ/আইএ