ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় কৃতী শিক্ষার্থীদের মিলনমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
বগুড়ায় কৃতী শিক্ষার্থীদের মিলনমেলা ছবি: আরিফ জাহান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বগুড়া: তারুণ্যই ওদের অহংকার। মেধা আর শক্তিতে বলিয়ান ওরা, আগামীর ভবিষ্যৎ।

মেধা ও বুদ্ধি দিয়ে একদিন তা বিশ্বকে জয় করবে।

জাতিকে শোনাবে সমৃদ্ধি আর উন্নয়নের জয়গান। ওরাই একদিন নেতৃত্ব দেবে দেশকে।

শনিবার (০৩ অক্টোবর) আগামীর শক্তি এই মেধাবী তরুণদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পাওয়া সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।  

বিশ্বসাহিত্য কেন্দ্র, বগুড়া ও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, আয়োজক দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা উপলক্ষে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে যেন মেধাবীদের মিলনমেলা বসেছিল।

সকাল ১১টার মধ্যেই তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। দুই ক্ষুদে উপস্থাপকের সঞ্চালনা যেন অনুষ্ঠানে নতুন মাত্রা দেয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের এমপি আব্দুল মান্নান বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই স্কুলটি দেশের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাই সামনের দিনে তোমাদের প্রত্যেককে আরও ভালো ফলাফল করতে হবে। ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে হবে। ’
 
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোরশেদ আলম। এছাড়া সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহদারা মান্নান, মুক্তিযোদ্ধা ডা. আরশাদ সায়ীদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, বিশ্বসাহিত্য কেন্দ্র, বগুড়ার সংগঠক শ্যামল ভট্টাচার্য, সংবর্ধনা অনুষ্ঠানের সমন্বয়কারী এটিএম রাশেদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।  

আলোচনা শেষে প্রধান অতিথি এসএসসি-২০১৫ ও জেএসসি-২০১৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।  

এর আগে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিদ্যালয়ের ছাত্রীদের লেখা দেয়াল পত্রিকার মোড়ক উম্মোচন করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এমবিএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।