ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে রোদ-বৃষ্টিতে শরৎ উৎসব

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
জবিতে রোদ-বৃষ্টিতে শরৎ উৎসব

জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়): শরৎকালের স্বভাবটাই এমন। এই রোদ, এই বৃষ্টি।

এর মধ্য দিয়েই মঙ্গলবার (১৩ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদযাপিত হলো শরৎ উৎসব।

এদিন শরতের আকাশ ছিল রীতিমতো রোদেলা-বৃষ্টির। ঠিক এমন সময়ে শরতের রূপটিকে মেলে ধরে বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল তাদের এই আয়োজন।

মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্য চত্বর মঞ্চ সাজানো হয়েছিল কাশফুলসহ নানা প্রাকৃতিক অনুষঙ্গ দিয়ে। সকাল সাড়ে ১০টার দিকে গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল গান, কবিতা, নৃত্য ও একক পরিবেশনা। যা মুগ্ধ হয়ে দর্শকরা উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।