ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির চারুকলায় ভর্তির চূড়ান্ত পরীক্ষা শনিবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
ঢাবির চারুকলায় ভর্তির চূড়ান্ত পরীক্ষা শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা (অঙ্কন) অনুষ্ঠিত হবে শনিবার (১৭ অক্টোবর)।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদের বিভিন্ন ভবনে এ পরীক্ষা হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ ৪৯৬ জন পরীক্ষার্থীই কেবল অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

সাধারণ জ্ঞান পরীক্ষায় ৫৭১০ জন অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে ৪৯৬ জন পাস করেছেন। অঙ্কন পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) নিজস্ব একাউন্টে লগইন করে পাওয়া যাবে।

এছাড়া চারুকলা অনুষদের সামনেও আসন বিন্যাস ঝোলানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।