ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়।



পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রাণী দেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। বক্তব্য রাখেন- জেলা শিক্ষা কর্মকর্তা শঙ্কর কুমার ঘোষ, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান প্রমুখ।

পরে ২০১৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১০৮ জন ও ২০১৪ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ১১৪ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, মেডেল ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।