বাকৃবি (ময়মনসিংহ): কৃষি সম্প্রসারণে তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে কর্মশালার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ কৃষি সম্প্রসারণ সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাসেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এনড্রে বন, জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার প্রতিনিধি ডেভিড ডব্লিও ডোলান, ওয়ার্ল্ড ফিশের কান্ট্রি পরিচালক ড. ক্রেইগ মেইসনার প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ বিভাগের পরিচালক চৈতন্য কুমার দাস।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এমজেড