ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাউবি’র এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
বাউবি’র এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার

গাজীপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এসএসসি পরীক্ষা- ২০১৪ শুরু হচ্ছে শুক্রবার (৩০ অক্টোবর)।

এসএসসি পরীক্ষা ১ম ও ২য় বর্ষে মোট এক লাখ ৩৪ হাজার ৫৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

এর মধ্যে ১ম বর্ষে ৮৬ হাজার ৭৬১ জন এবং ২য় বর্ষে ৪৭ হাজার ৮২০ জন অংশ নিচ্ছেন।

সারাদেশে ৪৪১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। ৪ ডিসেম্বর ২০১৫ শুক্রবার পরীক্ষা শেষ হবে।

প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্মপরিচালক  মো. আবুল কাসেম শিকদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সয়ম: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।