রাজশাহী: পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপত্র বাতিলের দাবিতে রাজশাহী শিক্ষাবোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
একই সঙ্গে এ দাবিতে জেলা প্রসাশকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করেন নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় প্রতি বিষয়ে ৭টি সৃজনশীল ও ৩০টি বহুনির্বাচনী প্রশ্নপত্র পদ্ধতিতে পরীক্ষার সিন্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর ৬টি সৃজনশীল ও ৪০টি বহুনির্বাচনী প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।
তারা বলেন, ‘৭টি সৃজনশীল প্রশ্ন লিখতে গিয়ে আমাদের অতিরিক্ত মানসিক চাপ নিতে হয়। তাই আগের পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। ’
এদিকে কর্মসূচি চলাকালে রাজশাহী শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ এসব দাবি শিক্ষা মন্ত্রণালয়ে তুলে ধরার আশ্বাস দেন।
পরে একই দাবিতে রাজশাহী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে রাজশাহী কলেজিয়েট স্কুল, ল্যাবরেটারি স্কুল, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বেশ কিছুদিন ধরে রাজশাহীতে এ দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএস/ওএইচ/এমএ