ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান সরকার দেশে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে বদ্ধপরিকর বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উচ্চশিক্ষায় মানোন্নয়ন প্রকল্প’র (হেকেপ) অর্জন শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন তিনি।



মন্ত্রী জানান, উচ্চশিক্ষায় সুযোগ বৃদ্ধি ও এর গুণগত মানোন্নয়নে বর্তমান সরকার এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

এ সময় গবেষণার ওপর গুরুত্বারোপের কথা বলে আবুল মাল আবদুল মুহিত বলেন, আমাদের নতুন কিছু আবিষ্কার করতে হবে যা মানুষের জন্য কল্যাণকর। সেই সঙ্গে কৃষি উন্নয়নে নতুন আবিষ্কারের বিষয়টিও আমাদের বিবেচনায় রাখতে হবে।

এইসব নিশ্চিত করতে পারলে ভিশন-২০২১ অর্জন করা সরকারের পক্ষে সহজ হবে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বক্তব্যে বলেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকলেও আমাদের সফলতা কম নয়। আমরা প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরী শিক্ষায় অনেক সফলতা অর্জন করেছি। আমাদের প্রাথমিক শিক্ষার হার বেড়েছে। এখন শিক্ষায় কোনো বৈষম্য নেই। ছেলে-মেয়ে, সবাই সমানভাবে শিক্ষা অর্জন করতে পারছে।

মন্ত্রী বলেন, বর্তমানে আমাদের শিক্ষাব্যবস্থা অনেক উন্নত, যা এশিয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, বিশ্ব ব্যাংকের উপদেষ্টা (অপারেশন) ক্রিস্টিনি ই. কিমস, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএস মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমআইএস/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।