পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ সম্মান (ইঞ্জিনিয়ারিং) ও ৫ বছর মেয়াদি ব্যাচেলর অব আর্কিটেকচার এবং বি ফার্ম (প্রফেশনাল) কোর্সের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
এ বছর ১৯টি বিভাগে ৮৪০টি আসনের বিপরীতে ১৪ হাজার ৪১৯জন পরীক্ষার্থী আবেদন করেছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মোট ৫টি কেন্দ্রের ১০৩টি কক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব তথ্য www.pust.ac.bd -তে পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএইচ