ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেহেরপুরে বাউবির ১৫ পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
মেহেরপুরে বাউবির ১৫ পরীক্ষার্থী বহিষ্কার

মেহেরপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে মেহেরপুরে ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
 
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ আর বি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান তাদের বহিষ্কার করেন।


 
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন- মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন, জহুরুল হক, আরিফুল ইসলাম, ফরহাদ উজ্জামান, মুস্তাফিজুর রহমান, জিয়াউর রহমান, সাদ্দাম হোসেন, কাউসার আলী, আনিছুর রহমান, হাফিজ উদ্দিন, আব্দুল লতিফ, এসএম ফিরোজ উদ্দিন, স্বপন মাহমুদ ও কিরণ মোল্লা।
 
সহকারী কমিশনার শাহীনুজ্জামান বাংলানিউজকে বলেন, পরীক্ষায় নকল করায় হাতেনাতে ধরে ১৫ জনকে বহিষ্কার করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।