শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে ভর্তি পরীক্ষার ফলাফল টাঙিয়ে দেওয়া হয়।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা ও সদস্য সচিব অধ্যাপক মুশতাক আহমেদ বাংলানিউজকে ফলাফল প্রকাশের বিষয়টি জানান।
ভর্তি পরীক্ষার চারদিন পর এ ফলাফল প্রকাশ করা হলেও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ হয়নি। যদিও এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে। বিগত কয়েক বছরের নিয়মের বিপরীতে বিস্ময়করভাবে এবারই প্রথম ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়নি।
তবে শিগগিরই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে তারা জানান।
শনিবার (১৪ নভেম্বর) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত অন্য তথ্য জানতে যেকোনো মোবাইল থেকে ১৬২২২ নম্বরে এসএমএস করে এ সংক্রান্ত তথ্য জানা যাবে।
এসএমএস পাঠাতে SUSTRESULTEXAMROLL লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এদিকে, শিগগিরই মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি সাক্ষাৎকারে তারিখ ঘোষণা করা হবে তারা জানান।
বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসএস