সিলেট: সিলেটে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিচ্ছে আড়াই লাখের বেশি খুদে শিক্ষার্থী।
রোববার (২২ নভেম্বর) থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে ছোটদের এ পাবলিক পরীক্ষা।
এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।
সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার সিলেট বিভাগের চার জেলায় মোট ৬০৮ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ লাখ ৫৫ হাজার ৭০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন সমাপনীতে।
এরমধ্যে এক লাখ ১৬ হাজার ৯৯৩ জন ছাত্র এবং একলাখ ৩৮ হাজার ৭৭ জন ছাত্রী।
সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকে ২ লাখ ৩৭ হাজার ২৬৩ জন এবং ইবতেদায়ীতে ১৭ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
সিলেট জেলার ২০৫টি কেন্দ্রে ৭৫ হাজার ৬০১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। আর ইবতেদায়ীতে অংশ নিচ্ছেন ৭ হাজার ৫৯২ জন শিক্ষার্থী।
মৌলভীবাজার জেলার ১০৮টি কেন্দ্রে পরীক্ষা দেবেন ৫৪ হাজার ৩১২ শিক্ষার্থী। আর ইবতেদায়ীতে অংশ নিচ্ছেন ৩ হাজার ২১২ পরীক্ষার্থী।
হবিগঞ্জের ১৩৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রাথীমকে ৪৮ হাজার ৮১২ এবং ইবতেদায়ীতে অংশ নেবে ২ হাজার ৭১৫ শিক্ষার্থী।
এছাড়া সুনামগঞ্জ জেলায় ১৬২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৫৮ হাজার ৫৩৮ শিক্ষার্থী প্রাথমিকে এবং ইবতেদায়ীতে ৪ হাজার ২৮৮শিক্ষার্থী অংশ নিচ্ছে।
সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ পরিচালক তাহমিনা খানম বাংলানিউজকে বলেন, এরইমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকসহ সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এনইউ/এমএ