গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাসে গ্রুপ স্টাডিতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এদিকে, ২০১৫ সালের সব বিভাগের অনার্স প্রথমবর্ষের দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে রোববর (২১ নভেম্বর)।
এ পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সোবহান সড়কে ফটোকপির দোকানগুলোতে বেশির ভাগ সময় ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন বিষয় নিয়ে দলগতভাবে প্রয়োজনীয় আলোচনাও সেরে নিচ্ছেন পরীক্ষার্থীরা।
এ বিষয়ে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী নাসিমুল ইসলাম বাংলানিউজকে বলেন, পরীক্ষা প্রস্তুতি বেশ ভালো। কিছু প্রশ্নের উত্তর বাকি ছিল, তাই বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করছি। আশা করি পরীক্ষা ভালোভাবেই শেষ করতে পারবো।
রোববার ১৪টি বিভাগের দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
টিআই