ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে গ্রুপ স্টাডিতে ব্যস্ত শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
বশেমুরবিপ্রবিতে গ্রুপ স্টাডিতে ব্যস্ত শিক্ষার্থীরা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাসে গ্রুপ স্টাডিতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এদিকে, ২০১৫ সালের সব বিভাগের অনার্স প্রথমবর্ষের দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে রোববর (২১ নভেম্বর)।

সকাল ও দুপুর দুই শিফটের পরীক্ষায় মোট দুই হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

এ পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সোবহান সড়কে ফটোকপির দোকানগুলোতে বেশির ভাগ সময় ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন বিষয় নিয়ে দলগতভাবে প্রয়োজনীয় আলোচনাও সেরে নিচ্ছেন পরীক্ষার্থীরা।

এ বিষয়ে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী নাসিমুল ইসলাম বাংলানিউজকে বলেন, পরীক্ষা প্রস্তুতি বেশ ভালো। কিছু প্রশ্নের উত্তর বাকি ছিল, তাই বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করছি। আশা করি পরীক্ষা ভালোভাবেই শেষ করতে পারবো।

রোববার ১৪টি বিভাগের দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।