সাভার(ঢাকা): সাভারের খাগানে বেসরকারি সিটি ইউনিভার্সিটির কর্তৃপক্ষের চিকিৎসা অবহেলায় ফাহমিদা জাহান নিশি (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েছে আরও অন্তত ছয় শিক্ষার্থী।
রোববার (২৩ নভেম্বর) রাতে সাভারে সিটি ইউনিভার্সিটির মহিলা হোস্টেলে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, সাভার খাগান এলাকার সিটি ইউনিভার্সিটির আবাসিক হোস্টেলে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফাহমিদা জাহান নিশি।
এ সময় অসুস্থ নিশির চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত ডাক্তারকে খবর দেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা পর ডাক্তার এলে নিশিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের ডাক্তারের কর্তব্যে অবহেলার কারণেই নিশির মৃত্যু হয়েছে বলে শিক্ষার্থীরা দাবি করেন।
এদিকে, নিশির মৃত্যুর খবর পেয়ে আবাসিক হোস্টেলের আরও অন্তত ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরও সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের ভেতরে ঢুকতে দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেস্বর ২৩, ২০১৫
টিআই