কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের শত বছর পূর্তি উদযাপিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কুবি সাইন্স ক্লাবের আয়োজনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববদ্যালয়ের মূল ফটক হয়ে গুরাত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আলী আশরাফ, ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার, প্রক্টর মোহাম্মদ আইনুল হক, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, সাইন্স ক্লাবের মডারেটর ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন, ফার্মেসি বিভাগের প্রভাষক মো. এনামুল হক, কুবি ছাত্রলীগের সেক্রেটারি রেজা-ই-এলাহী, ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, সাইন্স ক্লাবের আহ্বায়ক এম পি সবুজ প্রমুখ।
র্যালি শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসআর