ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের জয়

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পবিপ্রবিতে শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের জয়

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচনে (২০১৫-১৫) আওয়ামীপন্থি নীল দলের ২টি প্যানেল (সুলতান-শহিদুল ও হারুন-তৌহিদুল) ১৫টি পদের মধ্যে ১৩ টিতে জয়লাভ করেছে।

অন্যদিকে, বিএনপি-জামাত সমর্থিত সাদা দল জয়ী হয়েছে ২টি পদে।

ভোট গণনা শেষে বুধবার রাতে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. ইফতেখারুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নীল দলের(সুলতান-শহিদুল প্যানেল) প্রফেসর ড. সুলতান মাহমুদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. শহীদুল ইসলাম।

এছাড়াও নীল দলের সুলতান-শহিদুল প্যানেল থেকে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. শাহ্ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক সহকারী প্রফেসর নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ সহকারী প্রফেসর ড. নেছার উদ্দীন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক রাজু আহমেদ, সদস্য সহকারী প্রফেসর নাসরিন সুলতানা ও প্রফেসর মো. শামসুজ্জোহা।

নীল দলের হারুন-তৌহিদুল প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি সহকারী প্রফেসর ড. মুহাম্মদ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সহকারী প্রফেসর শাহীন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক নাঈমুর রহমান, সদস্য প্রফেসর মোহাম্মদ আলী ও সহকারী প্রফেসর সন্তোষ কুমার বসু।

নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল ২টি পদে জয়লাভ করেছে। সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক সহকারী প্রফেসর আবুল বাশার খান ও সদস্য সহযোগী প্রফেসর ড. মো. আতিকুর রহমান সাদা দল থেকে বিজয়ী হয়েছেন।

জানা গেছে, গত বুধবার কৃষি অনুষদের সেমিনার কক্ষে স্থাপিত বুথে ভোট গ্রহণ সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে ১৮২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি নীল দল ২টি প্যানেলে (একটি হারুন-তৌহিদুল পরিষদ, অন্যটি সুলতান-শহীদুল পরিষদ)বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে।

অপরদিকে বিএনপি-জামায়াতপন্থি সাদা দলের পূর্ণ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।