ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির টিএসসি উদ্ধারে কর্তৃপক্ষের উদ্যোগ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
জবির টিএসসি উদ্ধারে কর্তৃপক্ষের উদ্যোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) টিএসসির জমি উদ্ধারে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে শিক্ষা প্রকৌশল বিভাগের (ইইডি) প্রতিনিধিদলের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



‍জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, টিএসসির জায়গাটি গত ফেব্রুয়ারিতে শিক্ষার্থীরা আন্দোলন করে দখলে নেয়। কিন্তু এরপর এখানে অনেকে দখলে নিয়েছেন।

‘তাই জমিটি উদ্ধারে শিগগির সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে। এরপর সমবায় ব্যাংকের ওই জায়গাটিতে নির্ম‍াণাধীন ছাত্রীহলের নির্মাণ সরঞ্জাম রাখা হবে। ’

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত  জানিয়েছেন শিক্ষার্থীরা।

গত বছর ফেব্রুয়ারিতে জবির প্রধান ফটকের বিপরীত পাশে জমিতে টিএসসি নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন তারা। আন্দোলন করে জমিটি দখলেও নেন তারা।  

পরে এখানে টিএসসি নির্মাণের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। ‍কিন্তু কয়দিন যেতে না যেতেই জায়গাটি দখল করে অনেকে ‍াপড়ের ব্যবসা চালিয়ে আসছেন।

টিএসসি উদ্ধার আন্দোলনের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম বলেন, জমিটি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের উদ্যোগ নেওয়ায় জবি প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই।

জবি ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম বলেন,  দখলকৃত জমি উদ্ধার করতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। এ উদ্যোগ নেওয়ায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।