ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে গবেষণা বিষয়ক কর্মশালা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ইবিতে গবেষণা বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি(রাজশাহী): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ট্রেনিং অন রিসার্স মেথডোলজি অ্যান্ড কন্ডাক্টিং ই-রিসার্স’  শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আই কিউ এ সি) এ কর্মশালার আয়োজন করে।



প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের টি এস সি সি অডিটেরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুওরেন্স সেল’র পরিচালক অধ্যাপক ড. রাশিদ আসকারী।

কর্মশালা পরিচালনা করেন ফলিত পদার্থ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবদুস সোবহান। এসময় প্রধান
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহ আজম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।