বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশের ঘোষণা দেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।
উপাচার্য জানান, এবার ভর্তি পরীক্ষায় মোট পাশের হার ২২ দশমিক ৩৭ শতাংশ। এর মধ্যে ক ইউনিটে ২৬ দশমিক ৩ শতাংশ, খ ইউনিটে ১৬ দশমিক ৮১ শতাংশ, গ ইউনিটে ২৬ দশমিক ১২ শতাংশ ও ঘ ইউনিটে ২০ দশমিক ৫০ শতাংশ পাশ করেছে।
মেধা তালিকায় সর্বোচ্চ মেধাস্কোর ক ইউনিটে ১৬৯ দশমিক ৪০, খ ইউনিটে ১৫৮ দশমিক ৫০, গ ইউনিটে ১৭৭ দশমিক ৮০। এবার পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭১ দশমিক ৮৭ শতাংশ।
সংবাদ সম্মেলনে ভিসি আরও বলেন, এবার ভর্তি পরীক্ষার ফল প্রকাশে মেধাক্রমের পাশাপাশি প্রাপ্ত বিষয় উল্লেখ রাখা হয়েছে।
ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.barisaluniv.ac.bd এ পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমজেড