ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফল সন্ধ্যায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফল সন্ধ্যায়

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফল মঙ্গলবার (০১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে।

বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



প্রকাশিত ফল এসএমএসের মাধ্যমে জানা যাবে। ম্যাসেজ অপশনে গিয়ে nu<space>MP<space> Roll লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে পাওয়া যাবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd থেকে ফল জানা যাবে।

পরীক্ষায় ৩০টি বিষয়ে ৮১টি কলেজের ৬০টি কেন্দ্রের মাধ্যমে মোট ৮৩ হাজার ৫৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।