ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে ভর্তির মনোনয়ন ও মাইগ্রেশন তালিকা প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
জবিতে ভর্তির মনোনয়ন ও মাইগ্রেশন তালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ২য় মনোনয়ন ও ১ম মাইগ্রেশন তালিকা এবং ‘ই’ ইউনিটের ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সি’ ইউনিটের ২য় মনোনয়ন নির্বাচিত শিক্ষার্থীদের ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

‘ই’ ইউনিটের ১ম মনোনয়নে নির্বাচিত চারুকলা বিভাগে- মেধাক্রম-১ থেকে ৪০, ড্রামা বিভাগে- মেধাক্রম ১ থেকে  ৩০ পর্যন্ত, মিউজিক বিভাগে- মেধাক্রম ১ থেকে ৩০ পর্যন্ত শিক্ষার্থীদের আগামী ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

মনোনয়ন ও মাইগ্রেশনের জন্য নির্বাচিত শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি ও মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষের মনোনয়ন ও মাইগ্রেশনসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।