ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা কলেজ শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পেমেন্ট সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
ঢাকা কলেজ শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পেমেন্ট সার্ভিস

ঢাকা: ঢাকা কলেজ ছাত্রদের জন্য ডিজিটাল পেমেন্ট সার্ভিস উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় কলেজ অডিটোরিয়ামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং শিওর ক্যাশের সহযোগিতায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর আগে ঢাকা কলেজের সঙ্গে এই দুটি প্রতিষ্ঠানের চুক্তি সই হয়েছে।

‘এফএসআইবিএল ফার্স্ট পে শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং’ নামে এই সার্ভিসের আওতায় কলেজের ২২ হাজার শিক্ষার্থী একটি ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন ও বিভিন্ন ফি প্রদান, অনলাইন কেনাকাটা, মোবাইল রিচার্জ করতে পারবে।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ যে দিন দিন এগিয়ে যাচ্ছে- এসব প্রযুক্তির ব্যবহার তারই প্রমাণ। এটা ঢাকা কলেজকে ডিজিটাল কার্যক্রমে এগিয়ে নেওয়ার বড় পদক্ষেপ। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের কষ্ট কমে যাবে।

শিক্ষাসচিব সোহরাব হোসাইন, ঢাকা কলেজের অধ্যক্ষ তুহিন আফরোজা আলম ও উপাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ৩০১৫
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।