ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নীলফামারীতে প্রাথমিকে পাসের হার ৯৮.৫৫

উপজেলা করেসপন্ডেন্ট man Sajeeb | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
নীলফামারীতে প্রাথমিকে পাসের হার ৯৮.৫৫ ফাইল ফটো

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৮ দশমিক ৫৫ শতাংশ। অপরদিকে, ইবতেদায়ি মাদ্রাসায় পাসের হার ৯৩ দশমিক ৪৬ শতাংশ।



বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং কর্মকর্তা মিজানুর রহমান এসব তথ্য জানান।

নীলফামারী জেলার ছয় উপজেলায় এবার সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো ৪৩ হাজার ৯৫৮ জন। অংশগ্রহণ করে ৪১ হাজার ৫৮৬ শিক্ষার্থী। পাস করেছে ৪০ হাজার ৯৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৫০ শিক্ষার্থী। এরমধ্যে ছাত্রীর সংখ্যা ২ হাজার ৫৮৬ ও ছাত্র ২ হাজার ২৬৪ জন।

অন্যদিকে, ইবতেদায়ি মাদ্রাসায় পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো ২ হাজার ৫৪২ শিক্ষার্থীর। অংশ নেয় ২ হাজার ১১৩ জন। পাস করেছে ১ হাজার ৯৭৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে ১১ ও ছেলে ৯ জন।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।