ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নীলফামারীতে শিশুদের হাতে নতুন বই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
নীলফামারীতে শিশুদের হাতে নতুন বই

নীলফামারী: বছরের প্রথম দিনে নীলফামারীতে শিশুদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করেছেন জেলা প্রশাসক।

নতুন বই পেয়ে হৈ-হুল্লোরে উৎসবমুখর হয়ে উঠেছে কোমলমতি শিশুরা।

শিশু শিক্ষার্থীরা নতুন বই পেয়ে পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (০১ জানুয়ারি) সকালে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্রা রানী সরকার।
 
জেলায় মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী, এসএসসি ভোকেশনাল ও এবতেদায়ী ভোকেশনাল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে প্রায় ২৯ লাখ বই বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।