ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
পাবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি চলছে

পাবনা: অষ্টম জাতীয় বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূর করার দাবিতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষকদের কর্মবিরতি চলছে।

এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার সরকারি কলেজগুলোর শিক্ষকরাও দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন।



সোমবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

পাবিপ্রবির ব্যবসা ও প্রশাসন বিভাগের চেয়ারম্যান এম কামরুজ্জামান বাংলানিউজকে জানান, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিলিয়ে তারা কর্মবিরতি পালন করছেন। সব ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল আলম জানান, বেতন কাঠামোর বৈষম্য দূর করার দাবিতে সরকারি কলেজগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।