ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কর্মবিরতি চলছে

শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে শিক্ষক নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে শিক্ষক নেতারা

ঢাকা: বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতির দ্বিতীয় দিন মঙ্গলবার (১২ জানুয়ারি)  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা।

মঙ্গলবার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছিলো।
 
অষ্টম বেতন কাঠামোয় অসঙ্গতি দূর করার দাবিতে সোমবার (১১ জানুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতির ডাক দেয় দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্থগিত রয়েছে সব ধরনের ক্লাস ও পরীক্ষা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ইএইচ/এমআইকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।