ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্কুলে বর্ধিত ফি প্রত্যাহার চেয়ে ছাত্রফ্রন্টের সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
স্কুলে বর্ধিত ফি প্রত্যাহার চেয়ে ছাত্রফ্রন্টের সমাবেশ ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিভিন্ন স্কুলে ভর্তি, বেতন ও টিউশন-এ বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।



এ সময় সমাবেশ থেকে বিনামূল্যে বিতরণের পাঠ্যবই ছাপাতে নিম্নমানের কাগজের ব্যবহার ও বইয়ের নিম্নমান নিয়ে সমালোচনা করে দোষীদের শাস্তির দাবি করেন বক্তারা।   

ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনার্দন দত্ত নান্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দপ্তর সম্পাদক নারিস উদ্দিন প্রিন্স, নগর শাখা সভাপতি রুখসানা আফরোজ আশা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ম্যাথিউস চিরান প্রমুখ।

সমাবেশে বক্তারা জানান, শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বই তুলে দিতে সরকার যতো তৎপর ছিল, কাগজের মান নিয়ে ততটা তৎপর ছিল না।

এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ধিত বেতন ও টিউশন ফি প্রত্যাহারের আহ্বান জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এমআইএইচ/এসএমএ/আরএইচএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।