ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাবনায় বেসরকারি স্কুল-মাদ্রাসা শিকক্ষদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
পাবনায় বেসরকারি স্কুল-মাদ্রাসা শিকক্ষদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: অষ্টম জাতীয় বেতন কাঠামো শর্তহীনভাবে বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সদস্যরা মানববন্ধন করেছেন।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কে পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

পরে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন শিক্ষকরা।

মানববন্ধনে জেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এদের মধ্যে বক্তব্য রাখেন, বেসরকারি শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি ইউনূচ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী মন্টু, সাধারণ সম্পাদক আবজাল হোসেন, মহিউদ্দিন শেখ উজ্জ্বল, মো. শাজাহান আলী, আমান উল্লাহ, আব্দুল করিম, হেলেনা খাতুন, সুরাইয়া বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।