ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে এমএস-এমবিএ’র ফরম জমার সময় পরিবর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
হাবিপ্রবিতে এমএস-এমবিএ’র ফরম জমার সময় পরিবর্তন

দিনাজপুর: দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৬ শিক্ষাবর্ষে  এমএস ও এমবিএ কোর্সে ভর্তি ফরম জমাদানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বিভিন্ন অনুষদের লেভেল-৪, সেমিস্টার-২ এর ফলাফল প্রকাশিত না হওয়ায় ও অন্যান্য কারণে এ সময়সূচি পরিবর্তন করা হয়েছে।



মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মমিনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

নতুন সূচি অনুযায়ী আবেদনপত্র আগামী ৭ ফেব্রুয়ারি অফিস চলাকালীন পর্যন্ত বিভাগে জমা দেওয়া যাবে। এছাড়া নির্বাচিত প্রার্থীদের ভর্তির তারিখ ১৪ ও ১৫ ফেব্রুয়ারি। ক্লাস শুরু হবে আগামী ১৮ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।