ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শিক্ষা

এএবিএল অ্যাওয়ার্ড পেলেন ইউজিসি চেয়ারম্যানসহ ৬ শিক্ষাবিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এএবিএল অ্যাওয়ার্ড পেলেন ইউজিসি চেয়ারম্যানসহ ৬ শিক্ষাবিদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উচ্চশিক্ষায় অবদানের জন্য অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ (এএবিএল) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানসহ কয়েকজন শিক্ষাবিদ।
 
বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ, বাংলাদেশ’ এই অ্যাওয়ার্ড দেয়।



অ্যাওয়ার্ডপ্রাপ্ত অন্যরা হলেন, শিক্ষাবিদ অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ড. মুহাম্মদ ফরাসউদ্দিন, অধ্যাপক তাসলিমা মনসুর, ড. কাজী আনিস আহমেদ ও অধ্যাপক ড. রেজওয়ান খান।
 
ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা ও ইউনিভার্সিটি অব কুয়ালালামপুরের রিসার্চ ও ইনোভেশনের প্রধান অধ্যাপক ড. দাতো চি মুসা পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।