ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবির আইআইসিটি ভবনের উদ্বোধন বৃহস্পতিবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
শাবিপ্রবির আইআইসিটি ভবনের উদ্বোধন বৃহস্পতিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি: সিলেটে প্রতিষ্ঠিত শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রতিষ্ঠা করা হয়েছে অত্যাধুনিক তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউট (আইআইসিটি) ভবন।

সিলেট সফরকালে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ কোটি ২২ ল‍াখ টাকা ব্যয়ে নির্মিত এ আইআইসিটি ভবনের উদ্বোধন করবেন।



৮০ হাজার বর্গফুটের এই ভবনের নামকরণ করা হয়েছে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়ার নামে।

২০১১ সালের জুলাইয়ে শুরু হওয়া এ ভবন নির্মাণের কাজ শেষ হয় ২০১৪ সালের জুনে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষাকে বিকশিত করতে ২০০৭ সালে শাবিপ্রবিতে প্রতিষ্ঠিত হয় আইআইসিটি ইনস্টিটিউট।

২০০৯ সালে মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু হয় শাবিতে। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দীন এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপস্থিতিতে মুঠোফোনে ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপরই শাবিপ্রবি’তে আইআইসিটি-এর জন্যে একটি অত্যাধুনিক ভবন নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী, যা বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, আইআইসিটি ভবনটি ১০তলা ফাউন্ডেশনের ওপর প্রতিষ্ঠিত।

এ ভবনে ২৫ কিলোওয়াটের সোলার প্যানেল  বসানো হয়েছে যা সিলেট অঞ্চলের অন্যতম বৃহৎ সোলার সিস্টেম।

এছাড়া এ ভবনে রয়েছে ৫০০ কেভিএর একটি বৈদ্যুতিক সাবস্টেশন, ৮০ কেভিএর জেনারেটর যা সার্বক্ষণিক এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করবে।

এছাড়া ভবনে উচ্চগতির ওয়াইফাই সুবিধা ছাড়াও প্রজেক্টরের মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা রয়েছে।

শাবির আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান জানান, শিগগির তথ্য-প্রযুক্তি বিষয়ক আরও দু’টি পেশাদারী কোর্সের শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

আইটি সংক্রান্ত মৌলিক দক্ষতা বিষয়ক পেশাদারী কোর্স এবং ওয়েব ডেভেলাপমেন্টের উপর বিশেষ পেশাদারী কোর্স দু’টি অচিরেই শুরু হবে।

এছাড়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে সফটওয়্যার প্রকৌশলের ওপর স্নাতক (প্রকৌশল) কোর্স চালু হতে যাচ্ছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।