ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববি শিক্ষার্থীদের বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ববি শিক্ষার্থীদের বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন ছাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করেছে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে বাস মালিক সমিতি এ ঘটনায় বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, রুপাতলী বাসস্ট্যান্ড থেকে তিন ছাত্রী বাসে করে ক্যাম্পাসে আসার জন্য গেলে তাদের সঙ্গে বাজে আচরণ করে নামিয়ে দেয় বাসের স্টাফরা। এ খবরে শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করে।

রূপাতলী বাসস্ট্যান্ডের লাইন সম্পাদক মো. সেলিম মিয়া জানান, তিন ছাত্রী বাসে ওঠতে পারেনি বলে ছাত্ররা গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে ও একটি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এদিকে, এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে পুলিশ ও র‌্যাবের সদস্যরা উপস্থিত হন।

তারা মালিক সমিতি ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করছেন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আনসার উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।