ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ

রাবিতে ছাত্রলীগ কর্মীর হাতে সাংবাদিক লাঞ্ছিত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
রাবিতে ছাত্রলীগ কর্মীর হাতে সাংবাদিক লাঞ্ছিত

রাবি: ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত এক সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে ছাত্রলীগের কয়েকজন কর্মী।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে।


 
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানায়, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে বসে থাকা একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মিল্টন, মাসুমসহ ছাত্রলীগের কয়েকজন কর্মী ওই ছাত্রীর পথরোধ করে। এ সময় তাদের সঙ্গে কয়েকজন বহিরাগত ছাত্রলীগ কর্মীও ছিল।

তারা ওই ছাত্রীকে উত্যক্ত করতে থাকলে পাশেই থাকা ওই ছাত্রীর বন্ধু রাজশাহীর স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের প্রতিনিধি মর্তুজা নূরসহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কয়েকজন শিক্ষার্থী সেখানে এগিয়ে গিয়ে ঘটনার প্রতিবাদ করেন। এ সময় ছাত্রলীগ কর্মী মিল্টনের সঙ্গে থাকা বহিরাগত ছাত্রলীগ কর্মী নয়ন মর্তুজা নূরকে থাপ্পড় দেয়।

সাংবাদিক পরিচয় দিলে, মিল্টন নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে তাদের সেখান থেকে চলে যেতে বলেন।
 
এ ব্যাপারে মর্তুজা নূর বলেন, ‘আমার বান্ধবীকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ করেছিলাম। এ সময় বহিরাগত নয়ন নামের এক ছাত্রলীগ কর্মী আমাকে থাপ্পড় মারে। ’
  
ছাত্রলীগ কর্মী মিল্টন বলেন, ‘পাশ দিয়ে যাওয়ার সময় ওই মেয়েকে আমাদের একজন ডাকে। ওই ছাত্রী এসে দর্শন বিভাগের প্রথম বর্ষে পড়ে জানালে আমিও ওই বিভাগের বড়ভাই বলে তাকে পরিচয় দেই। এ সময় আমার পাশে থাকা কয়েকজন ওই ছাত্রীকে কয়েকটি প্রশ্ন করে। এটা দেখে তার বন্ধুরা চোখ রাঙিয়ে আমাদের দিকে আসলে আমাদের সঙ্গে থাকা একজন তাদের একজনকে চড় মারে। ’
 
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘আমি তাদের (ছাত্রলীগ কর্মী) ডেকে বিষয়টি শুনেছি। আগামীকাল (মঙ্গলবার) বিষয়টি নিয়ে বসা হবে। অভিযুক্ত ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’।
 
রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। ’
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে, জড়িতদের সবার পরিচয় এখনও পাইনি। অভিযুক্তদের বিষয়ে পরিচয় পাওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’

এদিকে সাংবাদিককে মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী প্রেসক্লাব, রাবি সাংবাদিক সমিতি ও রাবি প্রেসক্লাব।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।