ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাভাবিপ্রবি’তে ত্রিপসরা বসন্ত উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
মাভাবিপ্রবি’তে ত্রিপসরা বসন্ত উৎসব

ঢাকা: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের (সিডিসি) আয়োজনে তিন দিনব্যাপী ত্রিপসরা বসন্ত উৎসব শুরু হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) এ উৎসব শুরু হয়েছে, যা চলবে আগামী শনিবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত।

তিন দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে নবীনবরণ, গান পরিবেশনা, নাটক প্রদর্শনী ও পিঠা উৎসব।

সিডিসি’র সভাপতি মমিনুল ইসলাম জানান, ষড়ঋতুর বাংলায় বসন্ত আসে বছর বিদায়ের বার্তা নিয়ে। বসন্ত আসে রঙ্গিন ফুল আর পাখির কলতান নিয়ে। বাঙলি মেতে উঠে উৎসবে, আনন্দে। বসন্তের আনন্দ সবার মাঝে ছড়িতে দিতে এ উৎসবের আয়োজন করেছে সিডিসি।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।