ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভুল প্রশ্নে পরীক্ষা

কেন্দ্র সচিবসহ ৬ শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
কেন্দ্র সচিবসহ ৬ শিক্ষককে অব্যাহতি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া পরীক্ষা কেন্দ্রে দুই বছর আগের সিলেবাসে করা প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় ওই কেন্দ্রের সচিব ও দায়িত্বরত পাঁচ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন কাশিয়ানী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান।



এরআগে কাশিয়ানী উপজেলার রামপুর পরীক্ষাকেন্দ্রের দুইটি কক্ষে ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথমপত্রের পরীক্ষার সৃজনশীল অংশের জন্য ২০১৪ সালের সিলেবাসের আলোকে তৈরি প্রশ্ন দেওয়া হয়। এ নিয়ে পরীক্ষার্থীরা আপত্তি জানালেও বিষয়টি গুরুত্ব দেননি দায়িত্বরত শিক্ষকরা।

পরীক্ষা শেষে এ নিয়ে তোলপাড় তৈরি হয়। পরে বিকেলে ওই কেন্দ্রের সচিবসহ ছয় শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

দায়িত্ব থেকে অব্যাহতিপ্রাপ্তরা হলেন, কেন্দ্র সচিব মো. জয়নুদ্দিন, শিক্ষক আজিজ বিন খোরশেদ, পার্থ বিশ্বাস, সুজন মন্ডল, ছবি রানী ব্যানার্জি ও গুরুপদ হীরা।

ওই কেন্দ্রের নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসআর

** ২ বছর আগের সিলেবাসের প্রশ্নে এসএসসি পরীক্ষা!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।