ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সৈয়দপুরে ৩ দিনব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
সৈয়দপুরে ৩ দিনব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় তিন দিনব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক।



এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই‌উএনও) আবু ছালেহ মুসা জঙ্গী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক ও সম্পাদক সাকির হোসেন বাদল প্রমুখ।

এরআগে বর্ণাঢ্য একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে। নানা বর্ণে ও সাজে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব বাংলানিউজকে জানান, সবাইকে শিক্ষার জন্য উদ্বুদ্ধ করার জন্য এ শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় সহযোগিতা করছে ইকু গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।