ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবির পরবর্তী মেধা ও মাইগ্রেশনের তালিকা প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
জবির পরবর্তী মেধা ও মাইগ্রেশনের তালিকা প্রকাশ

জবি (জগন্নাথ বিশ্ববিদ্যলিয়): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম সিমেস্টারে ‘বি’ ও ‘ই’ ইউনিটের বিষয়ভিত্তিক ৬ষ্ঠ মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



‘বি’ ইউনিটের মানবিক শাখার মেধাক্রম ১৫২৮ থেকে ১৮৭৭ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ৪৫৪ থেকে ৫০০ পর্যন্ত এবং বাণিজ্য ও অন্য শাখার মেধাক্রম ২৫৩ থেকে ২৭৯ পর্যন্ত মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীরা ৬ষ্ঠ মেধা তালিকায় মনোনীত হয়েছেন।

এদিকে ‘ই’ ইউনিটের সংগীত বিভাগে ৬১ থেকে ৬৩ মেধাক্রমধারীদের মধ্যে নির্বাচিত প্রার্থীরা ৬ষ্ঠ মেধা তালিকায় মনোনীত হয়েছেন।

‘বি’ ও ‘ই’ ইউনিটের ৬ষ্ঠ মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

মাইগ্রেশনের জন্য তালিকাভুক্ত শিক্ষার্থীদের অনতিবিলম্বে মাইগ্রেশনের মাধ্যমে নতুন বিভাগে যোগাযোগ করতে হবে এবং মাইগ্রেশনে নতুন বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীর পূর্ববর্তী বিভাগের সঙ্গে আর কোনো সংশ্লিষ্টতা থাকবে না।

উক্ত মেধা ও মাইগ্রেশনের তালিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jnu.ac.bd) -এ পাওয়া যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।