ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১৩,৮৩০ জন (পূর্ণ তালিকাসহ)

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১৩,৮৩০ জন (পূর্ণ তালিকাসহ)

ঢাকা: ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ৮৩০ জন।



বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন পিএসসি’র চেয়ারম্যান ইকরাম আহমেদ।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম নেছার উদ্দিন বাংলানিউজকে বলেন, প্রিলিমিনারিতে ১৩ হাজার ৮৩০ জন উত্তীর্ণ হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের ফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস করেও ফল পাওয়া যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে PSC লিখে স্পেস দিয়ে 36 লিখে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

প্রিলিমিনারিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষার তারিখ শিগগিরই জানানো হবে বলে জানান পিএসসি চেয়ারম্যান ইকরাম আহমেদ।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রিলিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পিএসসির ওয়েবসাইট থেকে ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে বিপিএসসি ফরম-২ ডাউনলোড করে পূরণ করে অফিস চলাকালে ঢাকাসহ আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।

গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরের ১৬২ কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ঢাকায় ১০৭টি ও ঢাকার বাইরে ৫৫ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার প্রিলিমিনারি পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়াও ঘড়ি নিষিদ্ধ করে দেওয়াল ঘড়ির ব্যবস্থা করেছিল পিএসসি।

বিভিন্ন ক্যাডারে ২১৮০ জনকে নিয়োগ দিতে গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

পূর্ণ তালিকা :


বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।