ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে আলোকচিত্র প্রদর্শনী শুক্রবার শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
শাবিপ্রবিতে আলোকচিত্র প্রদর্শনী শুক্রবার শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ‘মানবতার জন্যে আলোকচিত্রবিদ্যা’ স্লোগানে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (শাবিপ্রবি) তিনদিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রদর্শনী শুক্রবার (১২ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।



বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন সুপার দু’দশক পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করছে।

উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

সভায় জানানো হয়, শুক্রবার বিকেল ৩ টায় উৎসবের উদ্বোধন করবেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া

প্রদর্শনীতে একক ক্যাটাগরিতে ৫৫টি এবং মোবাইল ক্যাটাগরিতে ১৮টি আলোকচিত্র স্থান পাবে।

এর আগে প্রদর্শনীর জন্যে ১১ ডিসেম্বর থেকে ছবি আহ্বান করা হয়। এতে প্রায় সাড়ে ৩ হাজার ছবি জমা পড়েছে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি তায়েবুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক অভি আশরাফুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।