ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শুরু হচ্ছে শিশু-কিশোর কুইজ ও স্কুল বিতর্ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
শুরু হচ্ছে শিশু-কিশোর কুইজ ও স্কুল বিতর্ক ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় শিশু-কিশোর কুইজ ও স্কুল বিতর্ক উৎসব। শিশুদের মুক্তবুদ্ধি চর্চায় উদ্বুদ্ধ, যুক্তবাদী করে গড়ে তুলতে এবং মেধা অন্বেষণে এ উৎসবের আয়োজন করা হচ্ছে।


 
‘মুক্ত জ্ঞানের আলোয় উজ্জ্বল হোক ধরা’ শীর্ষক স্লোগানে জাতীয় শিশু-কিশোর কুইজ এবং ‘যুক্তির শক্তিতে শানিত শৈশব’ শীর্ষক স্লোগানে স্কুল বিতর্ক উৎসব চলবে যথাক্রমে ১৯ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল এবং ৪ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।
 
কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক উৎসবে সারাদেশের তিন শতাধিক স্কুলের সপ্তম থেকে দশম শ্রেণির তিন হাজার শিক্ষার্থী অংশ নেবে।
 
বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা ও উৎসবে সহযোগিতা করবে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) ও কুইজার্জ বাংলাদেশ।
 
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে শিশু একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, একটি জাতি জ্ঞান ও যুক্তির জায়গা তৈরি না করলে সে জাতি সর্বক্ষেত্রে পিছিয়ে পড়ে।

‘এর মাধ্যমে ব্যক্তি, সমষ্টি, রাষ্ট্র ও বিশ্বকে তৈরির সুযোগ থাকে। শৈশব থেকে শিশুদের জ্ঞান ও যুক্তি দিয়ে গড়ে তোলা হলে তাকে এগিয়ে দেওয়া হয়। ’
 
শিশু একাডেমির চেয়ারম্যান বলেন, শিশুদের মেধাকে বিকশিত, প্রতিটি শিশুকে সন্ত্রাসমুক্ত, নেশামুক্ত ও ভুল পথে না যেতে দেওয়ার জন্য এ উদ্যোগ জরুরি ও সময়োপযোগী।
 
সেলিনা হোসেন বলেন, সময়ের সঙ্গে এগিয়ে যেতে হলে নতুন প্রজন্মকে যুক্তিবাদী, দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে বিতর্ক ও কুইজ শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করবে।
 
শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন বলেন, এ প্রতিযোগিতা ও উৎসবের মাধ্যমে শিশুদের মধ্যে লুকায়িত প্রতিভা খুঁজে বের করা সম্ভব হবে।
 
বিডিএফ’র সাবেক সভাপতি ডা. আবদুর নূর তুষার বলেন, বিতর্ক ও কুইজের মাধ্যমে সারাদেশে মেধা, বুদ্ধি ও মননের যে চর্চা তা ছড়িয়ে পড়বে।
 
এ প্রতিযোগিতায় সারাদেশের শিশু-কিশোররা অংশ নেবে, জ্ঞানের প্রতি আগ্রহী একটি সমাজ তৈরি হবে। সমাজ ও জাতির প্রয়োজনে কাজে লাগাতে পারবে।
 
বিডিএফ’র সাধারণ সম্পাদক আবদুল্লাহ মো. শুকরানা বলেন, প্রাথমিকভাবে ৬৪ জেলাকে ১৬টি অঞ্চলে ভাগ করে বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। ১৬টি অঞ্চল থেকে একজন চ্যাম্পিয়ন ও একজন রানার্সআপ নির্বাচিত হবে। পরে প্রতি অঞ্চল থেকে দুইজন করে মোট ৩২ জন নিয়ে ঢাকায় প্রতিযোগিতা হবে।
 
কুইজার্জ বাংলাদেশের প্রতিনিধি ইরফান মোহাম্মদ আবীর বলেন, ৬৪ জেলায় মুক্তিযুদ্ধ, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে লিখিতভাবে ‍কুইজ প্রতিযোগিতা শুরু হবে।
 
কুইজের মাধ্যমে শিশু-কিশোররা পাঠ্যসূচির বাইরে বেরিয়ে জ্ঞান চর্চার সুযোগ পাবে। ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়েও এ প্রতিযোগিতা হবে।
 
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন শিশু একাডেমির গ্রন্থাগার বিভাগের বিভাগীয় প্রধান রেজিনা আক্তার।
 
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরইউ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।