ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি’তে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
শাবিপ্রবি’তে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়।



শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইআইসিটি ভবনে এসে সমাবেশে মিলিত হয়।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি’র ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, অধ্যাপক আখতারুল ইসলাম চৌধুরী, অধ্যাপক নারায়ন সাহা, ড. এস এম হাসান জাকিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।